কক্সবাজারের উখিয়ার রেজুখাল চেকপোস্টে এক হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল দুপুরে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়। আটক নারীর নাম আয়েশা বেগম। তিনি রামুর দক্ষিণ খুনিয়াপালং এলাকার বদি আলমের স্ত্রী। ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম খায়রুল আলম গতকাল বিকালে এ তথ্য জানান।