গোপালগঞ্জের কোটালীপাড়ায় রুবি বিশ্বাস (৩৫) নামে যুব মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও ছিটকীবাড়ি গ্রামের সুজিত মণ্ডলের স্ত্রী। কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘১৬ জুলাই ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। রুবি বিশ্বাস তার নেতৃত্ব দেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫৫ জনকে জ্ঞাত ও দেড় হাজার অজ্ঞাত দেখিয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। ওই মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিডিও ফুটেজ দেখে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’