বাগেরহাটে দেশি অস্ত্র ও মাদকসহ আটজনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল সকালে শহরের রাহাতের মোড় এলাকার একটি বাসা থেকে তাদের আটক করে। তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, পাঁচটি এক্সপেন্ডেবল ব্যাটন, দুটি চাইনিজ কুড়াল, একটি করে ছুরি ও রাম দা, দুটি ককটেল এবং ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকরা হলেন- বাগেরহাট সদরের এসকে সুমন, শেখ মুফাসসিল হোসেন, হৃদয় মল্লিক, রিক্তা আক্তার, কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের জাহিদুল ইসলাম, গোপালপুর গ্রামের মোহাম্মদ অভি, বারইখালী গ্রামের সবুজ কুমার সাহা ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার জাকারিয়া হোসেন। বাগেরহাট সদর থানার ওসি মাহমুদ-উল-হাসান জানান, মালামালসহ আটকদের বিকালে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। তারা দীর্ঘদিন ধরে এসকে সুমনের নেতৃত্বে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড করে আসছিল।