ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ খাদ্য এবং খাদ্যের নিরাপত্তা বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রশিক্ষণ কর্মশালাটি ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকায় জেলা কৃষি খামার বাড়িতে শুরু হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের যুগ্ম সচিব আ. ন. ম. নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মোঃ আইয়ুব হোসেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ সিনিয়র ট্রেনিং প্রশিক্ষক শেখ নুরুল আলম, কনসালটেন্ট ট্রেনিং প্রশিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শফিকুর রহমান ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রেস্তোরা মালিক সমিতির আহবায়ক এস.এম.সাদেক মিন্টু, যুগ্ম আহবায়ক এম. এ. হালিম, ব্যবসায়ী হৃদয় কামাল, ব্যবসায়ী চয়ন চাকলাদার, বাংলাদেশ ব্রেড বিস্কুট প্রস্তুতকারক ব্রাহ্মণবাড়িয়া জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ মনির হোসেন প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় জেলার ২৫জন অংশ গ্রহন করেন।
বিডি প্রতিদিন/এএম