টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীতে যাচ্ছিল। ট্রেনটির ছাদে ওই কিশোরী ভ্রমণ করছিল। পথিমধ্যে ট্রেনটি ঘটনাস্খলে পৌছালে ওই কিশোরী ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হয়। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার।
হাবলা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য ফজলুল হক বলেন, ‘মরদেহটি দেখে মনে হচ্ছে সে একজন ছিন্নমুল মেয়ে। তার সাথে থাকা ব্যাগে ২০টাকা রয়েছে।’
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন-উর-রশিদ বলেন, ‘মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি। মেয়েটির বয়স আনুমানিক ১০ থেকে ১১ বছর।
বিডি প্রতিদিন/এএম