গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ কার্যক্রম পরিচালনার জন্য ঘোষিত নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে সচেতন নাগরিক বৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ১২ ফেব্রুয়ারি একটি আঞ্চলিক সংবাদপত্রে ৪টি পদে অস্থায়ী ভিত্তিতে ৫ বছর মেয়াদী জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পৌর কর্তৃপক্ষ। এতে ২০ জন চাকরিপ্রত্যাশী আবেদন করেন। কিন্তু গোপনে ৪ জনকে বাদ দিয়ে ১৬ জনের নাম প্রকাশ করা হয় এবং ১৪ সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়।
অবিলম্বে এই নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান বক্তারা।
বিডি প্রতিদিন/আশিক