ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ফখরুল উদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গোলাম আলী মৌলভী বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। ফখরুল উদ্দিন বাঘাউড়া গ্রামের আহাজ উদ্দিনের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে দেশীয় তৈরি ৩০ টি বল্লম ও টেঁটা এবং ২টি রামদা উদ্ধার করা হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাককে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দেশীয় অস্ত্র উদ্ধার ও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম