গাইবান্ধায় মব সন্ত্রাস বন্ধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় সিপিবির জেলা কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ১নং রেলগেইট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা দেশে অব্যাহত মব সন্ত্রাস, আইন-শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ডাকসু ও জাকসু নির্বাচনে অনিয়ম এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল। বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী, সদস্য কমরেড রেবতী মোহন বর্মন, সুপ্রিয়া দেব, যজ্ঞেশ্বর বর্মন, রানু সরকার প্রমুখ।
বক্তারা বলেন, ‘এক বছর আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের স্বপ্ন দেখা হয়েছিল, আজ তা হতাশায় পরিণত হয়েছে। দেশে মব সন্ত্রাস বাড়ছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে, দ্রব্যমূল্য লাগামহীন, এমনকি কবর থেকে লাশ তুলে পোড়ানোর মতো ভয়াবহ ঘটনা ঘটেছে।’
তারা আরও বলেন, ‘২৭ লাখ মানুষ নতুন করে দারিদ্রসীমার নিচে নেমে গেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও ব্যাপক অনিয়ম হয়েছে। এসব ঘটনা প্রমাণ করে, দেশের সাধারণ মানুষ এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।’
বক্তারা অবিলম্বে মব সন্ত্রাস বন্ধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান।
বিডি প্রতিদিন/জামশেদ