কুড়িগ্রামের রৌমারীতে সংঘর্ষে দুই ভাই ও ভাতিজাসহ তিনজন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে রৌমারী থানার ওসি লুৎফর রহমানের দায়িত্বে অবহেলা ছিল দাবি তুলে বিক্ষাভ, মানববন্ধন ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
সদর ইউনিয়নের ভুদুরচর এলাকা থেকে শনিবার দুপুরে মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে মানববন্ধন হয়। পরে তারা ওসির দায়িত্বের অবহেলার কারণে ওই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করে তারও বিচারের দাবিতে থানা ঘেরাও করেন।
বক্তারা বলেন, ভুদুরচর গ্রামের শাহজামাল, সালমানের সঙ্গে ফজল করিম, ফজল রহিম ও রব্বানিদের জমি নিয়ে বিরোধ চলছে। ১৯ জুলাই রাতে ২০-২৫ জনর একটি দল শাহজামালের বাড়িতে হামলা ও লুটপাট চালায়। এতে কয়েকজন আহত হন। এ ঘটনায় পরদিন আহত নুরজাহান রৌমারী থানায় অভিযোগ করেন। এ অভিযোগের পাঁচ দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না করে ওসি উল্টো বাদীপক্ষকে মীমাংসা হতে বলেন। রৌমারী থানার ওসি লুৎফর রহমান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।