বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার প্রধান আসামি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সকালে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিনুল ইসলাম বগুড়া শহরের নিশিন্দারা এলাকার মৃত আবদুল লতিফ মণ্ডলের ছেলে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেপ্তার আমিনুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯টিসহ ২১টিরও বেশি মামলা রয়েছে। এর মধ্যে সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন হত্যা মামলার প্রধান আসামি তিনি।
এছাড়া অপহরণ, চাঁদাবাজি, মারামারি, বিস্ফোরক ও দুর্নীতি দমন কমিশনের মামলাও রয়েছে তার বিরুদ্ধে। এসব মামলা আদালতে বিচারাধীন।