বর্ষায় খালে-বিলে নতুন পানির দেখা মেলে। এ সময় ডিম দেয় দেশি প্রজাতির মা মাছ। কয়েক বছর রাজবাড়ীর বিভিন্ন বিলের মাঠ ও খালে অবাধে ব্যবহার করা হচ্ছে চায়না দুয়ারি জাল। এর দাপটে হুমকির মধ্যে রয়েছে দেশি প্রজাতির মাছ। বিলুপ্তির পথে বেশ কয়েক প্রজাতির মাছ। জানা গেছে, জেলার পাঁচটি উপজেলার বেশির ভাগ খাল ও বিলের মাঠ চায়না দুয়ারির দখলে। অবাধে নিধন করা হচ্ছে দেশি প্রজাতির মাছ। এতে খালে বিলে কমে যাচ্ছে দেশি মাছ। জেলার বালিয়াকান্দি ও রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন খাল ও বিল ঘুরে দেখা গেছে, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ খাওয়া ও বিক্রয়ের জন্য চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ শিকার করছেন। জেলেদের পাশাপাশি সাধারণ মানুষ এটা করছেন। বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের বিভিন্ন বিলে এসব জাল পেতে রাখতে দেখা যায়। এসব জালে, ছোট মাছ, মা মাছসহ বিভিন্ন মাছের পোনা আটকে যায়। মাছের পাশাপাশি জালে আটকা পড়ে জলজ প্রাণী। জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, চায়না দুয়ারি জাল জব্দে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযান আগামীতে আরও কঠোর হবে।