রংপুরের কাউনিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে ভাই নিহত হয়েছেন। এতে কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যায় উপজেলার বকুলতলা এলাকায়। নিহত মাসুদার রহমান বকুলতলা এলাকার মৃত আবদুল জলিলের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মাসুদার রহমানের চাচা এবং চাচাত ভাই সাইফুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সন্ধ্যার পর চাচাতো ভাই সাইফুল তার লোকজন নিয়ে মাসুদার ও তার পরিবারের ওপর লাঠিসোঁটা ছোরা নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে আরও কয়েকজন আহত হন।
কাউনিয়া থানার ওসি আবদুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই মাসুদার রহমানকে মারধর করলে তিনি মারা যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’