আইনের শাসন প্রতিষ্ঠায় স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয়ের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। গতকাল দুপুরে জেলা আইনজীবী সমিতির চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পাবলিক প্রসিডিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট মির্জা আমিরুল ইসলাম, অ্যাডভোকেট আবদুল বারী, অ্যাডভোকেট আহসান হাবিব, অ্যাডভোকেট ইয়াসিনুল ইসলাম দুলাল, আহসান হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় না থাকার কারণে বিচারকরা স্বাধীনভাবে নিরপেক্ষ বিচার করতে পারছেন না। এতে ন্যায়সঙ্গত ও সুষ্ঠু বিচার ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান আইনজীবীরা।