নাটোরের গুরুদাসপুরে ধুমধামে চলছিল এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসার খবর পেয়ে বর ও বরযাত্রীরা পালিয়ে যান। পরে কনের দাদাকে ৫০ হাজার টাকা জরিমানা করে প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার খলিফাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার সকাল থেকে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বিয়ের প্রস্তুতি চলছিল। সন্ধ্যায় ইউএনও বাল্যবিয়েবিরোধী অভিযান পরিচালনা করলে তার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বর ও বরযাত্রী। তখন ওই ছাত্রীর জায়গায় কনে সাজিয়ে বসানো হয় এক বিবাহিত নারীকে। ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।