পাটগ্রাম উপজেলায় থামছে না বোমা মেশিনের তাণ্ডব। অবৈধ এ যন্ত্রের মাধ্যমে ধরলা, সানিয়াজান ও সিঙ্গিমারী নদী থেকে দেদার তোলা হচ্ছে বালু ও পাথর। অননুমোদিত ও অপরিকল্পিতভাবে বালু-পাথর তোলা বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তা বন্ধ হচ্ছে না। এ কারণে নদীভাঙন দেখা দিয়েছে। নদীতীরের গ্রামবাসীর মধ্যে আতঙ্কও বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, পাথর ও বালু লুটকারী চক্রটি বেপরোয়া হয়ে উঠেছে। প্রশাসন অভিযান চালানোর আগেই তারা জানতে পারেন। ফলে আগেই মেশিন সরিয়ে নেওয়ার সুযোগ পায় চক্রটি। বোমা মেশিন মূলত পাওয়ার পাম্প আর পাইপ দিয়ে তৈরি একটি যন্ত্র। চলার সময় এটি বোমা বিস্ফোরণের মতো বিকট শব্দ হয়। তাই এর নাম ‘বোমা মেশিন’। প্রশাসন নিষিদ্ধ এ যন্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। প্রশাসনের নজর এড়াতে জড়িতরা গভীর রাতে বালু-পাথর তুলছে। পাটগ্রাম পৌরসভার বেংকান্দার মজিবর রহমান বলেন, বোমা মেশিনে বিকট শব্দ হয়। গভীর রাতে মেশিন চালু করলেই ঘুম হারাম। এ ছাড়া মেশিনের কারণে নদীর গতিপথ পরিবর্তন ও ফসলি জমির ক্ষতি হচ্ছে। রাস্তা-ঘাট ভেঙে যাচ্ছে। শিক্ষক ও স্থানীয় বাসিন্দা ইফতেখার আহম্মেদ বলেন, পাটগ্রামে ২০০ থেকে ২৫০টি বোমা মেশিন চলছে। প্রশাসনের লোকজন অভিযানের সময় মেশিনগুলো আংশিক ভাঙে। পরে মেরামত করে আবারও চালানো হয়। এভাবে নাটক সাজিয়ে প্রশাসন অবৈধ এ কাজে জড়িতদের সহায়তা করছে। অথচ তারা চাইলেই বোমা মেশিন বন্ধ করা সম্ভব। গণমাধ্যমকর্মী আজিজুল ইসলাম দুলাল বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এখনো চলছে বালু-পাথর উত্তোলন। অভিযান পরিচালনার আগেই সংবাদ পেয়ে বালু দস্যুরা মেশিন সরিয়ে ফেলে। অধরাই থেকে যাচ্ছে বালু ও পাথর দস্যুরা। ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, একটি মহল রাতের আঁধারে নদী থেকে পাথর ও বালু উত্তোলন করছে। খবর পেয়ে অভিযান চালিয়ে মামলা দেওয়া হয়েছে। বর্তমানে পাটগ্রামে বোমা মেশিন বন্ধ আছে। ইউএনও জিল্লুর রহমান বলেন, বোমা মেশিনে বালু উত্তোলন বন্ধ রয়েছে। রাতের আঁধারে কেউ তোলার চেষ্টা করলে আমরা অভিযান পরিচালনা করব।
শিরোনাম
- মৎস্য খাতের অবদানে প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে : প্রধান উপদেষ্টা
- কামড় দেওয়া আপেল লোগোর পেছনের রহস্য উন্মোচন
- সিএমপি কমিশনারের দেখামাত্র গুলির বার্তা ফাঁস: কনস্টেবল গ্রেপ্তার
- বিশ্বের প্রথম এআই করিডর চালু করল দুবাই বিমানবন্দর, থাকছে যে সুবিধা
- সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত
- কক্সবাজার-টেকনাফ সড়কে চাকরিচ্যুত শিক্ষকদের অবরোধ
- পরীক্ষায় ফেল, তারপর ২৬ বছরের ঘরবন্দি জীবন: আলজেরিয়ার নাদিয়ার গল্প
- হোয়াইট হাউসের পথে জেলেনস্কি-ইউরোপীয় নেতারা
- পারিবারিক দ্বন্দ্বে ১২ বছর ধরে মর্গেই পড়ে আছে ব্রিটিশ ধনকুবেরের মরদেহ
- পুঁজিবাজার: সূচকের উত্থানে চলছে লেনদেন
- তরুণীর প্রেমে প্রত্যাখ্যাত হয়ে স্বামীকে আইইডি বোমাসহ স্পিকার বক্স উপহার তরুণের
- সৌদিতে হজ কাউন্সিলর হলেন কামরুল ইসলাম
- স্বর্ণের অভিশাপে মৃত্যুপুরী তানজানিয়ার গ্রাম
- পাথর লুটে নেপথ্যে যারা
- সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১
- বিমানবন্দরে গ্রেফতার পাকিস্তানের জনপ্রিয় ইউটিউবার ‘ডাকি ভাই’
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেফতার ৩
- ১৩ ঘণ্টা পর রাজশাহী-রহনপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
- অর্থনৈতিক মন্দা ও সরকারি ব্যয়
- বসুন্ধরা কিংসের তাঁবুতে কিউবা
লালমনিরহাটের পাটগ্রাম
বোমা মেশিনের তাণ্ডব চলছেই
তোলা হচ্ছে পাথর বালু, বেপরোয়া লুটেরা চক্র
রেজাউল করিম মানিক, লালমনিরহাট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর