পাটগ্রাম উপজেলায় থামছে না বোমা মেশিনের তাণ্ডব। অবৈধ এ যন্ত্রের মাধ্যমে ধরলা, সানিয়াজান ও সিঙ্গিমারী নদী থেকে দেদার তোলা হচ্ছে বালু ও পাথর। অননুমোদিত ও অপরিকল্পিতভাবে বালু-পাথর তোলা বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তা বন্ধ হচ্ছে না। এ কারণে নদীভাঙন দেখা দিয়েছে। নদীতীরের গ্রামবাসীর মধ্যে আতঙ্কও বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, পাথর ও বালু লুটকারী চক্রটি বেপরোয়া হয়ে উঠেছে। প্রশাসন অভিযান চালানোর আগেই তারা জানতে পারেন। ফলে আগেই মেশিন সরিয়ে নেওয়ার সুযোগ পায় চক্রটি। বোমা মেশিন মূলত পাওয়ার পাম্প আর পাইপ দিয়ে তৈরি একটি যন্ত্র। চলার সময় এটি বোমা বিস্ফোরণের মতো বিকট শব্দ হয়। তাই এর নাম ‘বোমা মেশিন’। প্রশাসন নিষিদ্ধ এ যন্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। প্রশাসনের নজর এড়াতে জড়িতরা গভীর রাতে বালু-পাথর তুলছে। পাটগ্রাম পৌরসভার বেংকান্দার মজিবর রহমান বলেন, বোমা মেশিনে বিকট শব্দ হয়। গভীর রাতে মেশিন চালু করলেই ঘুম হারাম। এ ছাড়া মেশিনের কারণে নদীর গতিপথ পরিবর্তন ও ফসলি জমির ক্ষতি হচ্ছে। রাস্তা-ঘাট ভেঙে যাচ্ছে। শিক্ষক ও স্থানীয় বাসিন্দা ইফতেখার আহম্মেদ বলেন, পাটগ্রামে ২০০ থেকে ২৫০টি বোমা মেশিন চলছে। প্রশাসনের লোকজন অভিযানের সময় মেশিনগুলো আংশিক ভাঙে। পরে মেরামত করে আবারও চালানো হয়। এভাবে নাটক সাজিয়ে প্রশাসন অবৈধ এ কাজে জড়িতদের সহায়তা করছে। অথচ তারা চাইলেই বোমা মেশিন বন্ধ করা সম্ভব। গণমাধ্যমকর্মী আজিজুল ইসলাম দুলাল বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এখনো চলছে বালু-পাথর উত্তোলন। অভিযান পরিচালনার আগেই সংবাদ পেয়ে বালু দস্যুরা মেশিন সরিয়ে ফেলে। অধরাই থেকে যাচ্ছে বালু ও পাথর দস্যুরা। ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, একটি মহল রাতের আঁধারে নদী থেকে পাথর ও বালু উত্তোলন করছে। খবর পেয়ে অভিযান চালিয়ে মামলা দেওয়া হয়েছে। বর্তমানে পাটগ্রামে বোমা মেশিন বন্ধ আছে। ইউএনও জিল্লুর রহমান বলেন, বোমা মেশিনে বালু উত্তোলন বন্ধ রয়েছে। রাতের আঁধারে কেউ তোলার চেষ্টা করলে আমরা অভিযান পরিচালনা করব।
শিরোনাম
- ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার আগে ক্যাডার পরিবর্তনের সুযোগ
- ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে দুই ফরাসি নাগরিক অভিযুক্ত
- মোংলা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- সব ধরনের সমরাস্ত্রের উৎপাদন বাড়ানোর ঘোষণা রাশিয়ার
- উলিপুরে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত, আহত ৩
- পরিবেশ উপদেষ্টার সঙ্গে জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্টের বৈঠক
- নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই : আমীর খসরু
- নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বগুড়া প্রেসক্লাবের
- দালাই লামার উত্তরসূরি নির্ধারণ নিয়ে চীনের দাবির বিরোধিতা ভারতের
- অস্বস্তিকর দৃশ্য মানেই কল বন্ধ, অ্যাপলের ফেসটাইমে যুক্ত হচ্ছে নগ্নতা শনাক্তকারী প্রযুক্তি
- ২০ বছর পর দখলমুক্ত হলো বরিশাল জিলা স্কুলের মাঠ
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের দাবি আবারও খারিজ করলেন জয়শঙ্কর
- সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র উপদেষ্টা
- ইসরায়েলের সঙ্গে সংঘাতে হিজবুল্লাহর ৪ হাজার যোদ্ধা নিহত
- এবার ইয়েমেনে হামলার হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
- জনগণ সংখ্যানুপাতিকের ভিত্তিতে নয়, দল দেখে ভোট দিতে চায় : প্রিন্স
- বরিশালে শর্ট সার্কিটে দুই দোকান পুড়ল, ক্ষতি ৬ লাখ
- নোয়াখালীতে ড্যাবের মাসব্যাপী রক্তদান কর্মসূচির উদ্বোধন
- ডেঙ্গুতে বরিশালে আরও এক নারীর মৃত্যু, ১৫০ নতুন ভর্তি
- শ্রীমঙ্গলে রোটারি ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান
লালমনিরহাটের পাটগ্রাম
বোমা মেশিনের তাণ্ডব চলছেই
তোলা হচ্ছে পাথর বালু, বেপরোয়া লুটেরা চক্র
রেজাউল করিম মানিক, লালমনিরহাট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর