বগুড়ার শেরপুর শহরে জনসাধারণের চলাচলে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ানো অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছেন পৌর কর্তৃপক্ষ। শনিবার বিকালে চালানো এ অভিযানে ধুনট মোড় থেকে করতোয়া সেতু পর্যন্ত প্রায় ১০টি দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম। তিনি বলেন, পৌরসভার জায়গা অবৈধভাবে কেউ দখল করে রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।