বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইংরেজী বিভাগের মাস্টার্স ১৫তম ব্যাচ এবং অনার্স ১২তম ব্যাচের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ইংরেজী বিভাগের ইংলিশ ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।
ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান উম্মে আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমদে শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ও উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মো. নাজমুল হক এবং ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মো. আতিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের কর্মজীবনে সাফল্য কামনা করেন। ইংরেজী বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলেন দেন অতিথিবৃন্দ।
বিডি প্রতিদিন/জামশেদ