গাইবান্ধার গোবিন্দগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেনকে (১৬) অপহরণের পর হত্যার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে উপজেলা শহরে ঢাকা-রংপুর মহাসড়ক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানান। এদিকে অবরোধের কারণে ঢাকা-রংপুর ও ঢাকা-দিনাজপুর মহাসড়কের উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে। ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা এবং ওসি বুলবুল ইসলাম বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ প্রত্যাহার করেন।
নিহত সাব্বির উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে স্থানীয় বিশুবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।