পঞ্চগড়ের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী কর্মশালা গতকাল উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান। এ সময় জেলা প্রশাসক সাবেত আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন উপস্থিত ছিলেন। মাশরুম ও মুক্তা চাষ বিষয়ে প্রশিক্ষণ দেন সফল উদ্যোক্তা ও প্রশিক্ষক নজরুল ইসলাম।