মুন্সিগঞ্জের গজারিয়ায় হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে মোড়ক পরিবর্তন করার সময় দুই শ্রমিককে আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে দেখি ডিলার তোফাজ্জল হোসেনের ছেলে আরাফাত দোকানে সরকারি ওমমএসের চালের মোড়ক পরিবর্তন করে ব্যক্তিগত মোড়কে প্যাকেট করছে।