ঈদ সামনে রেখে কসমেটিকসের ব্যাপক চাহিদা পূরণ করতে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা বিক্রি করছেন নিষিদ্ধ বিভিন্ন কসমেটিক পণ্য। এ অপরাধে মেহেরপুর শহরের চার কসমেটিক ব্যবসায়ীকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান গতকাল শহরের বড় বাজারে এ অভিযান পরিচালনা করেন। এ সময় চার ব্যবসায়ী থেকে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন- কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তামিম হাসান।