জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল তাঁর রাজধানীর বনানীর বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারসহ অল্পের জন্য রক্ষা পান তিনি।
বাপ্পা মজুমদার জানান, ঘটনার সময় তিনি ও তাঁর স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইন এবং দুই কন্যাসন্তান বাসায় ছিলেন। ইন্টারকমে সতর্কবার্তা পেলে বাসা ছাড়ার চেষ্টা করেন বাপ্পা। কিন্তু ততক্ষণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারদিক, ক্রমেই খারাপ হতে থাকে পরিস্থিতি।
তিনি বলেন, ‘চারপাশ ধোঁয়ায় ঢেকে গিয়েছিল, কিছুই দেখতে পাচ্ছিলাম না। আগুনের তাপ এসে মুখে লাগছিল। কিছুক্ষণ পরিবার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, কী করব বুঝে উঠতে পারিনি। মানসিকভাবে খুবই অস্থির হয়ে পড়েছিলাম। এখনো সেই ট্রমা কাটিয়ে উঠতে পারিনি।’
সমাজমাধ্যমে পোস্টে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ধন্যবাদ জানিয়েছেন বাপ্পা।