নওগাঁ শহরকে দুই ভাগ করেছে ছোট যমুনা নদী। বর্তমানে এর অবস্থা শোচনীয়। নদীর উভয় ধারে প্রভাবশালীরা দখল করে বানিয়েছেন বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান। স্থানীয়রা ফেলছেন ময়লা-আবর্জনা। যত্রতত্র কলকারখানা গড়ে ওঠায় এসবের ছাই ও বর্জ্য ফেলায় পানি দূষিত ও রং কালো হয়েছে। তলদেশ ভরাট হয়ে গেছে। দখল-দূষণে নদীটি এখন সরু খালে পরিণত হয়েছে। নষ্ট হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে রোগ। বয়োজ্যেষ্ঠরা জানান, ছোট যমুনা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে নওগাঁ শহরসহ অনেক জনপদ ও হাটবাজার। নদীতে একসময় অসংখ্য পালতোলা নৌকা চলত। বর্ষাকালে পানির প্রবাহ থাকলেও শুকনো মৌসুমে প্রতি বছর শুকিয়ে যায়। নদীটি নওগাঁ শহরকে দুই ভাগ করেছে। দিনাজপুরের ইছামতী নদী পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নে ছোট যমুনা নাম ধারণ করে নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের শুঁটকিগাছা নামক স্থানে আত্রাই নদীতে পতিত হয়েছে। ছোট যমুনার দুই পাশে অপরিকল্পিতভাবে যত্রতত্র চালকল গড়ে ওঠায় এসবের ছাই ও বর্জ্য নদীতে মিশে এর পানি ব্যবহারে অযোগ্য হয়ে পড়েছে। পানির রং কালো হয়েছে। বয়লারের ছাই ফেলে নদীর তলদেশ ভরাট করা হচ্ছে। স্থানীয় আফজাল হোসেন প্রামাণিক বলেন, আগে নদীর পানিতে গোসল, ভাত রান্না করা যেত। এখন গোসল তো দূরের কথা, নদীর ধারে গেলে দুর্গন্ধে অতিষ্ঠ হতে হয়। একদিকে দুর্গন্ধ-দূষণ, অন্যদিকে দখল। শহরের জানে আলম, মুনকিল আলী জানান, সকালে ঘুম থেকে উঠলেই দেখা যাবে নদীর ধারে ময়লার ভাগাড়। সকালে মহিলারা আর সন্ধ্যার পর ছেলেরা বাড়ি ও দোকানের ময়লা-আবর্জনা নদীতে ফেলেন। এতে পরিবেশ নষ্টের পাশাপাশি রোগ ছড়াচ্ছে। নদীপাড়ে বসবাসকারী পার-নওগাঁর উকিল চন্দ্র দেবনাথ বলেন, ছোট যমুনা নদীতে একসময় ঢেউয়ের তালে অসংখ্য পালতোলা নৌকা চলাচল করত। নদীর পানিতে ধান, গম, সবজি চাষ, বাড়ির কাজ, কাপড় ধোয়াসহ সব কাজ সম্পন্ন করতাম। এখন বছরের অর্ধেক সময় পানি থাকে না। তাদের খুব অসুবিধায় পড়তে হচ্ছে। নওগাঁ সদর উপজেলার সুলতানপুর মহল্লার জেলপাড়ার মৎস্যজীবী ধীরেন্দ্রনাথ, কাইয়ুম উদ্দিন জানান, নদীতে পানি না থাকলে তারা মাছ ধরতে পারেন না। অনেক মৎস্যজীবীর পথে বসতে হয়েছে। পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাতে হয়। বাধ্য হয়ে বেশ কিছু মৎস্যজীবী পূর্বপুরুষদের আদি পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সদস্য অ্যাডভোকেট ডি এম আবদুল বারী বলেন, অবৈধভাবে দখল করে স্থাপনা ও ময়লা ফেলা চলতে থাকলে এক দিন মানচিত্র থেকে ছোট যমুনা হারিয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল বলেন, নদী অবৈধ দখলকারীদের তালিকা তৈরি করা হয়েছে। এসব রোধে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, নদীতে ৫৮টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। দূষণের বিষয়ে মাইকিং করা হচ্ছে।
শিরোনাম
- বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণের উদ্যোগ ডিএসসিসির
- সাতসকালে লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭
- ভোলায় সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ৬
- বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ
- হবিগঞ্জে ১২ গ্রামে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
- ঘোড়ার গাড়িতে ইমামের বিদায়, ৯ লাখ টাকার সংবর্ধনা
- ঝিনাইদহে ঈদ উপলক্ষে ভিন্নধর্মী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু গুলিবিদ্ধ
- মুক্তির একদিন পরই বাড়ল ‘জংলি’র শো
- "ব্যাংকিং সেক্টরের সংস্কার দরকার, যা বর্তমান সরকার এককভাবে করতে পারবে না"
- সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার সুযোগ নেই : কাদের গনি চৌধুরী
- যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ দেড় শতাধিক
- দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়লেন ওয়াল্টার
- রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আরও একজনের মৃত্যু
- ঈদে কাতার মাতিয়ে গেলেন বাংলাদেশি একঝাঁক তারকা
- জনগণের সাথে সম্পর্ক তৈরি করাই প্রধান কাজ: মির্জা ফখরুল
- 'সাড়ে ১২ বছরের ছেলে যুদ্ধের সময়ে মানুষ খুন করতে পারে—এটা বিশ্বাসযোগ্য কথা?'
- অনেক ষড়যন্ত্র হয়েছে, এখন আমরা স্বাধীন: রুমন
- নদীতে পড়ে গিয়ে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
দখল-দূষণে শোচনীয় ছোট যমুনা
বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর