গাজীপুরে একটি ইটভাটায় কাজ করতে গিয়ে নিখোঁজ হন মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি গ্রামের বাদল সরদার (১৯)। ১৯ দিন হলেও সন্তানের কোনো সন্ধান পায়নি বাবা এনাজুল সরদার ও মা মাজেদা বেগম। তাই সন্তানের খোঁজে দ্বারে দ্বারে ঘুরছেন তারা। বাদলের মা মাজেদা বেগম জানান, ‘আমার ছেলে ৩ ফেব্রুয়ারি রাতেও মোবাইলে আমার সঙ্গে কথা বলেছে। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাচ্ছি।’
নিখোঁজ বাদলের বাবা এনাজুল সরদার বলেন, ‘আমার ছেলে কোথায় কেমন আছে জানি না। আমি সন্তানের সন্ধান চাই।’