দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার লিমিটেড তাদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
২০২০ সালে যাত্রা শুরু করা আকিজ ভেঞ্চার আজ দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল কনগ্লোমারেট। প্রযুক্তিনির্ভর উন্নয়ন, গুণগত পণ্য ও সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে প্রতিষ্ঠানটি মাত্র পাঁচ বছরের মধ্যেই অর্জন করেছে ব্যতিক্রমী সাফল্য।
আকিজ গ্রুপের একটি ডাইভার্সিফায়েড ইনিশিয়েটিভ হিসেবে যাত্রা শুরু করা আকিজ ভেঞ্চার শুরুতে কাজ করে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, আকিজ ডেইরি এবং আকিজ অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক নিয়ে। পরে যুক্ত হয় আকিজ হেলথ অ্যান্ড হাইজিন, আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স, আকিজ বাইসাইকেল, আকিজ পেপার মিলস লিমিটেড ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স।
বর্তমানে এই ভেঞ্চারের অধীনে রয়েছে ৬টি ফ্যাক্টরি, ১৬টি ব্যবসা ইউনিট ও ৪৫টি ব্র্যান্ড, যা দেশের ৩০,০০০-এরও বেশি মানুষকে সরাসরি কর্মসংস্থানের সুযোগ দিয়েছে। আকিজের পণ্য পৌঁছে গেছে বিশ্বের ৪৪টি দেশে।
আকিজ ভেঞ্চার লিমিটেড-এর চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন,'আজ আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। তরুণদের হাত ধরে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ। আমরা সেই স্বপ্ন দেখি, যেদিন বাংলাদেশ হবে একটি গর্বিত রপ্তানি নির্ভর অর্থনীতি, যেখানে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে বলতে পারব, ‘মেইড ইন বাংলাদেশ’।'
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ পরিবারের সদস্যবৃন্দ, আকিজ ভেঞ্চার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/মুসা