লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি। গতকাল সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এদের প্রায় সবাই মানব পাচারের শিকার হয়ে জীবন-মৃত্যুর সংগ্রামের মধ্য দিয়ে দেশে ফিরেন। তাদের সঙ্গে ফিরেছেন মানব পাচারে অভিযুক্ত ফেনীর শাখাওয়াত হোসেন। তিনি লিবিয়ায় প্রবাসীদের আটকে রেখে নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিরিয়াস ক্রাইম ইউনিট। এদিকে শাখাওয়াতের নির্যাতনের শিকার কয়েকজন ভুক্তভোগী কয়েক মাস আগে দেশে ফেরেন। তারা গতকাল সকালে বিমানবন্দরে উপস্থিত হয়ে শাখাওয়াতের বিচারের দাবি জানান।
তাদের ভাষ্য, শাখাওয়াত লিবিয়ায় মাফিয়াচক্র গড়ে তুলে জিম্মি করে অর্থ আদায় করত, আর যারা টাকা দিতে পারতেন না তাদের ওপর চালাত অমানবিক নির্যাতন। শাখাওয়াতের বিরুদ্ধে কিশোরগঞ্জ, শরীয়তপুর এবং ঢাকার বিমানবন্দর থানায় তিনটি মামলা করেন তিন ভুক্তভোগী।
সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ফেরা যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে তথ্য সংগ্রহের সময় শাখাওয়াতকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে লিবিয়ায় মাফিয়াচক্র পরিচালনা ও অপহরণের সঙ্গে জড়িত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাখাওয়াত ৪০০ থেকে ৫০০ জন বাংলাদেশিকে লিবিয়া থেকে ইতালিতে অবৈধভাবে প্রবেশ করানোর কথা স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে আরও কয়েকজন মানব পাচারকারী ও সহযোগীর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ট্রাফিক হেলপার শওকত আলী রয়েছেন বলেও জানিয়েছে সিআইডি।