আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখবে র্যাব। জনস্বাস্থ্যের ক্ষতিকর যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে নিষিদ্ধ পলিথিনবিরোধী বিশেষ অভিযান ও জনসচেতনতা কার্যক্রম উদ্বোধনকালে গতকাল এমন ঘোষণা দিলেন র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
তিনি বলেন, সরকার কর্তৃক পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী গোপনে তা তৈরি ও বাজারজাত করছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এই অবৈধ সিন্ডিকেট চিহ্নিত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।