জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এবার শাপলার পাশাপাশি সাদা শাপলা ও লাল শাপলা দলীয় প্রতীক হিসেবে চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। নির্বাচন কমিশনের সংরক্ষিত প্রতীক তালিকায় (নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে) শাপলা প্রতীক হিসেবে বরাদ্দ নেই। এমন পরিস্থিতিতে নিবন্ধনপ্রত্যাশী দলটি পছন্দের তালিকায় রবিবার ‘তথ্য ঘাটতি’ সংশোধন আবেদনের ফরমে নতুন পছন্দের প্রতীক যুক্ত করেছে।
গতকাল জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, এনসিপির পক্ষ থেকে শাপলা চেয়ে একটি আবেদন করে গেছে রবিবার। আমাদের কাছে শাপলা রিলেটেড (তিন ধরনের শাপলা) আবেদন দিয়েছে।
সচিব জানান, ইসির বিদ্যমান সংশোধনের আওতাধীন তফসিলে শাপলা নেই।
সংশ্লিষ্টরা জানান, এনসিপির শাপলা প্রতীক দাবি সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি ইসি সচিবালয়ের এখতিয়ারে নেই। কমিশন বসে সিদ্ধান্ত দেবে।
ইসি সচিব জানান, নির্বাচন সংক্রান্ত যে কেউ যে কোনো নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে আবেদন করতে পারে। আবেদনের কিছু বিষয় প্রশাসনিক রয়েছে; আবার কিছু বিষয় নির্বাচন কমিশনের বিষয় রয়েছে। শাপলা রিলেটেড বিষয়টি ইসির বিষয়। আইন বিধি অনুযায়ী সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।
কলম ও মোবাইল বাদ দিয়ে সাদা ও লাল শাপলা : ২২ জুন নির্বাচন কমিশনে আবেদনের সময় এনসিপি শাপলা প্রতীকের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় পছন্দের তালিকায় ছিল কলম ও মোবাইল। পরবর্তীতে শাপলা প্রতীকটি জাতীয় প্রতীক বিবেচনায় নিয়ে ইসির প্রতীক তালিকায় তা রাখা হয়নি।
৩ আগস্ট দলের দলিলাদি ও তথ্য ঘাটতি পূরণের আবেদনের সময় এনসিপির পক্ষ থেকে কলম ও মোবাইল বাদ দিয়ে সাদা শাপলা ও লাল শাপলা সংযুক্ত করে সংশোধন আবেদন জমা দিয়েছে।
চিঠিতে বলা হয়, এনসিপির জন্য প্রতীক সংরক্ষণের বর্তমান ক্রম শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা। শাপলা প্রতীক দৃশ্যমান করার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভার্সন বা আংশিক ডিসটর্টেট ভার্সন গ্রহণ করার জন্য এনসিপি সব সময় আলোচনা করতে প্রস্তুত। নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হলে এনসিপির অনুকূলে ১. শাপলা, ২. সাদা শাপলা এবং ৩. লাল শাপলা থেকে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা হবে।
নিবন্ধনপ্রত্যাশী ১৪৫টি দলের তথ্য ঘাটতি ও ত্রুটি সংশোধনের শেষ সময় ছিল রবিবার। এদিন চার সদস্যের এনসিপি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন। এ সময় নির্বাচন কমিশন সচিবও উপস্থিত ছিলেন।