জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে আরিফুল ইসলাম (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলায়।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলেও রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি জানাজানি হয়।
এর আগে, ওইদিন সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন লেকচার থিয়েটার ভবনের চতুর্থ তলা থেকে পড়ে গুরুতর আহত হন আরিফুল। এদিকে ঘটনার তদন্তে গতকাল এক জরুরি প্রশাসনিক সভায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।