জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার স্মরণে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।
বাদ জোহর বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম মুফতি মো. মিজানুর রহমান। উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা। নিহতদের স্মরণে ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এর আগে বৌদ্ধ মহাবিহারে বিশেষ ধর্মীয় পুণ্যানুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘জুলাই গণ অভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক।