অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেওয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ছাড়া তাদের কাছ থেকে লুট করা ১৭টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলো- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠী এলাকার সাইদুল ইসলাম ওরফে শান্ত (৪২), ঝালকাঠির বাপ্পি লস্কর (২৮), মাদারীপুর সদরের মো. নাজমুল (৩০) ও সদর উপজেলার চানপুরা শরীফবাড়ির এক নারী।