বাগেরহাটের শরণখোলা উপজেলায় মটরচালিত ভ্যান গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে জিয়া উদ্দিন জিহাদ (১৬) নামে অষ্টম শ্রেনীর এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেরার লাকুড়তলা বাজার এলাকায় ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ উপজেলার রাজেশ্বর গ্রামের ওমান প্রবাসী ইউসুফ আলী হাওলাদারের ছেলে ও তাফালবাড়ি ফাজিল মাদ্রাসার ছাত্র।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানায়, বিকেলে খালুর মটরচালিত ভ্যান গাড়ি নিয়ে দোকানের টাকা দিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে লাকুড়তলা বাজার সংলগ্ন মসজিদের পাশের পুকুরে গাড়িটি নিয়ে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা খালাতো বোন ও দুলাভাই তাকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন। নিহত জিয়াদের পরিবারের কোন অভিযোগ না থাকায় মানবিক দিক বিবেচনায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম