মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। এক মাসেরও বেশি সময় পর লিগে প্রথম ম্যাচ খেলতে নেমে সিএফ মন্ট্রিলকে ৪-১ গোলে হারায় ইন্টার মায়ামি।
শনিবার ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে মায়ামি। মেসির ভুলেই দল পিছিয়ে পড়লে জোড়া গোল করে ও এক অ্যাসিস্টে জয়ের নায়ক তিনিই। ম্যাচসেরা পারফর্ম করেছেন আর্জেন্টাইন মহাতাড়কা।
এমএলএসে শেষ চার ম্যাচে সাত গোল করেছেন মেসি। আর ১৪ ম্যাচে ১২টি। ম্যাচ শেষে মেসিকে প্রশংসায় ভাসালেন কোচ হাভিয়ের মাশ্চেরানো।
তিনি বলেন, লিও ফুটবল খেলে খুশি। যখনই সে ফিট থাকে, তখনই সে খেলতে নেমে যাচ্ছে। এটা পরিষ্কার যে যখন সে খেলে তখন আমরা বাড়তি সুবিধা পাই এবং সেটা যত বেশি সম্ভব কাজে লাগাতে চাই।
ক্লাব বিশ্বকাপে হারের রেশ কাটিয়ে এভাবে ফিরতে পেরে খুশি আর্জেন্টাইন কোচ, ‘এটা দারুণ রাত। আমরা তিন পয়েন্ট নিলাম, যেটা আবার এমএলএসে ফেরার জন্য জরুরি ছিল। ক্লাব বিশ্বকাপের পর এই প্রতিযোগিতার জন্য একত্রিত হওয়া সহজ নয়, কিন্তু খেলোয়াড়রা সেটা করেছে নিখুঁতভাবে।’
বিডি প্রতিদিন/কেএ