দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ৭ নম্বর প্রকল্প গ্রাম ও আশপাশের ১৬টি গ্রামের শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক পর্যায়ের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। প্রায় ১২ কিলোমিটার দূরে গিয়ে পড়াশোনা করতে হতো, যা ছিল সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য।
এই সমস্যা দূর করতে এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে খাগড়াছড়ি জেলা প্রশাসনের অর্থায়নে নির্মিত হয়েছে রাধামন কলক কালেক্টর উচ্চ বিদ্যালয়।
রবিবার দুপুরে নবনির্মিত এই বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজান উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ গণ্যমান্য ব্যক্তিরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০২৬ সাল থেকে এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম চালু হবে।
পরে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের হাতে দুর্যোগকালীন সময়ে ব্যবহারের জন্য ত্রাণবাহী দুটি নৌযান হস্তান্তর করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল