শিল্প ও সাহিত্যে দেশের ষড়ঋতুর বৈচিত্র্য ও অবদানকে উপজীব্য করে একটি একক নৃত্যানুষ্ঠান সর্বস্তরের প্রবাসীসহ স্থানীয় জার্মানদের বিমোহিত করেছে।
কালার অফ সিক্স সিজন শিরোনামে জার্মানির রাজধানী বার্লিনের মিটেতে হাউজ ডেয়ার ইউগেন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বেঙ্গালীশে কুলটুর ফোরাম। অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঋতুবন্দনা ও গীতিনাট্যসহ নৃত্যের নানা শাখার পেখম মেলে ধরেন নৃত্যশিল্পী ও ছায়ানটের প্রাক্তন শিক্ষার্থী অদিতি গুপ্ত ও তার মেয়ে পুতুল।
ষড়ঋতুর বন্দনা মুখর সন্ধ্যায় ভরত, মণিপুরী ও শাস্ত্রীয় নৃত্যে আমন্ত্রিত দর্শকদের মুগ্ধ করেন প্রয়াত সাংবাদিক সন্তোষ গুপ্তের কন্যা শিল্পী অদিতি গুপ্ত।
আয়োজকরা জানান, দেশের পাশাপাশি বিদেশেও প্রবাসীদের কাছে দেশের আবহমান শিল্প-সংস্কৃতি তুলে ধরতে পেরে তারা খুব খুশি।
নৃত্যানুষ্ঠানে প্রবাসী দর্শকরা জানান, বিদেশের মাটিতে এমন শিল্পচর্চা নিয়মিত অব্যাহত থাকলে প্রবাসীদের নতুন প্রজন্ম যেমন উপকৃত হবে, তেমনি বিদেশেও দেশের ভাবমূর্তি ইতিবাচক ভূমিকা রাখবে।
বিডিপ্রতিদিন/কবিরুল