বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেছেন, বিশ্বের দুটি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট সুন্দরবন-ষাটগম্বুজ মসজিদকে কেন্দ্র করে বাগেরহাটকে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে তৈরি করা হচ্ছে। এজন্য হযরত খানহাজান (রহ.) মাজার শরীফের গেট এলাকায় দেশি-বিদেশি পর্যটকদের জন্য ‘পর্যটন মোটেল অ্যান্ড ইয়ুথ ইন’ নির্মাণ করা হয়েছে। গতকাল বিকালে পর্যটন মোটেল অ্যান্ড ইয়ুথ ইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, আধুনিক এই মোটেলটি বাগেরহাট অঞ্চলের পর্যটনশিল্প বিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দেশের জিডিপিতে পর্যটনশিল্প বৃদ্ধিতেও অবদান রাখবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মোটেলটির উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সচিব ড. ফরিদুল ইসলাম, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, খুলনা অঞ্চলের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ আলী হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বক্তব্য দেন।