অন্তর্বর্তী সরকারের কাছে ২১ দফা দাবি তুলে ধরে অবিলম্বে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবদুর রহিম। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ২১ দফা বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতা ও সুধী সমাজের সঙ্গে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। দাবি না মানলে ভূমি মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি করপোরেশন ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারিও দেন পরিষদ চেয়ারম্যান। দাবিগুলোর মধ্যে রয়েছে ২৪-এর চেতনাকে বাস্তবায়ন করার জন্য সংস্কার করা, সংস্কার শেষে সরকারকে মাঠপর্যায়ে তা বাস্তবায়নের জন্য এক বছর সময় দেওয়া, নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন গঠন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ইত্যাদি।
সংবিধানের পরিপূর্ণ সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, জাতীয় জননিরাপত্তা নিশ্চিত করা, গণমাধ্যমের স্বাধীনতা ও গণমাধ্যম নীতি বাস্তবায়ন, গ্রামভিত্তিক উন্নয়ন, কর্মের চাহিদা নির্ভর কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করা, চাকরির নিয়োগে কোটা পদ্ধতি বিলুপ্ত, চাকরির বয়সসীমা ৩৫ বছরে নির্ধারণ করা, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, সবার জন্য ফ্রি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, দেশে-বিদেশে অধিকতর কর্মসংস্থান করা, নারী ও পুরুষের বৈষম্য কমানো, শিল্প বিপ্লবের পরিবেশ তৈরি করা, ঘুষ ও দুর্নীতি চিরতরে নির্মূল করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী, নূর তাজ ঐশী, মো. রফিকুল ইসলাম, ড. সৈয়দ মো. হুমায়ুন কবির ভূঁইয়া, ড. লুৎফর রহমান, নুরুল হুদা চৌধুরী মিলু, ড. শফিকুল ইসলাম কানু, আবুল কাশেম মজুমদার, আবু আহাদ আল মামুন, ইয়াছির আকতার, মির্জা আজম, এম এ ইউসুফ, মিসেস মরিয়ম বিবি, ফজলুল হক প্রমুখ।