আজ যশোরের ভবদহ জলাবদ্ধ এলাকা পরিদর্শনে আসছেন তিন উপদেষ্টা। সফরসূচি অনুযায়ী স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক একসঙ্গে ভবদহ এলাকা পরিদর্শনে যাবেন।
যশোর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, তাঁরা ভবদহ স্লুইস গেট ও আশপাশের এলাকা ঘুরে দেখবেন এবং সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের থেকে পরিস্থিতি সম্পর্কে অবহিত হবেন।
জেলা প্রশাসক আজাহারুল ইসলাম জানান, সফরের অংশ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যশোরে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
এ ছাড়া পরিবেশ উপদেষ্টা দুপুরে কালেক্টরেট চত্বরে মেছোবিড়াল সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক আয়োজনের উদ্বোধন করবেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।
ভবদহ জলাবদ্ধতা সমস্যা নিরসনের কথা বলে গত কয়েক দশকে বিভিন্ন প্রকল্প নেয় তৎকালীন সরকার। স্থানীয়দের অভিযোগ, এসব প্রকল্পের বেশির ভাগই লুটপাট হওয়ায় সমস্যার কোনো সমাধান হয়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্থানীয়রা এ সমস্যাটির বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এ পরিস্থিতিতে সরকারের শীর্ষ পর্যায়ের তিন উপদেষ্টার আজকের সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।