জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজন বোধ করলে ঐক্যের জন্য জোটগতভাবে অথবা পৃথকভাবে প্রার্থী দিয়ে এনসিপির নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে; যা সময়ই বলে দেবে।
গতকাল দুপুরে ‘জুলাই ২৪-পরবর্তী কেমন কুড়িগ্রাম চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্থানীয় একটি হোটেলের মিলনায়তনে এনসিপির কুড়িগ্রাম জেলা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জেলা সংগঠক মুকুল মিয়া, মোজাম্মেল হক বাবু, মাওলানা দিনার মিনহাজ, মাসুম মিয়া, আসাদুজ্জামান আসাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আবদুল আজিজ নাহিদ প্রমুখ।
ড. আতিক মুজাহিদ কুড়িগ্রাম জেলার জন্য আগামীর ভাবনা নিয়ে বলেন, জেলায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়া মাদক বন্ধ, চিকিৎসকসংকট কাটানো, নদীভাঙন রোধ, অনুন্নত শিক্ষাব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, দেশে নামে-বেনামে অনলাইন পত্রিকা, আইপি টিভি বন্ধ, গণমাধ্যকর্মীদের ন্যায্য বেতন-ভাতা প্রদান নিশ্চিতকরণ, দুর্নীতি রোধ এবং জেলাকে এগিয়ে নিতে আগামী বাজেটে কুড়িগ্রামে স্পেশাল বরাদ্দের দাবি তুলে ধরার প্রতিশ্রুতি দেন। সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা অংশ নেন।