ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বর্তমান ইউনূস সরকার ভারতের জন্য ভারী এক পাহাড়। তারা ইউনূস সরকারকে সহ্যই করতে পারে না। আমরা গুঞ্জন শুনছি ইউনূস সরকার পদত্যাগ করবেন। ওই চেয়ারে আপনি ইচ্ছা করে বসেননি, ওইখানে জনগণ আপনাকে বসিয়েছে। পদত্যাগ করার এখতিয়ার আপনার নেই। আপনি ইচ্ছা করলেই চলে যাবেন সেটি আপনার শান এবং মানের সঙ্গে সামঞ্জস্য নয়। গতকাল সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের দলীয় কার্যালয়ে যুব আন্দোলনের সদর উপজেলার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণ মুক্তি পাওয়ার জন্য, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনাকে ওই চেয়ারে বসিয়েছে। মানুষ সংস্কার চায়। তাই এমন সিদ্ধান্ত নেবেন না যাতে ভারতের সবাই হাসবে। বরং এমন সিদ্ধান্ত নেন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে, দেশের জনগণের ওপর কেউ গুলি চালানোর সাহস করবে না।
সদর শাখার সভাপতি শরাফত করীম জিহাদীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) এ কে এম আবদুর জাহের আরেফী, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মোখলেছুর রহমান প্রমুখ।