জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গতকাল বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে জাগপার পক্ষে শুনানি করেন দলটির চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান। এ সময় দলটির ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান আদালতে উপস্থিত ছিলেন। এর আগে ২০০৮ সালে নির্বাচনের আগে জাগপাকে নিবন্ধনে তালিকাভুক্ত করে ইসি। নিবন্ধনের পর দলটিকে প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয় ‘হুক্কা’।
তবে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন বাতিল এবং এ বিষয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গেজেটে ইসি জানায়, শর্ত মানতে ‘ব্যর্থ হওয়ায়’ জাগপার নিবন্ধন বাতিল করা হয়েছে। ইসি জানায়, রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী জাগপা নিবন্ধনের শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। পরে এ আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে জাগপা।