পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ে পলাতক আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানসহ আটজনের রায় আবারও পিছিয়ে ৯ এপ্রিল ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে এ মামলার রায় ঘোষণার কথা ছিল। রায় প্রস্তুত না হওয়ায় ঘোষণার জন্য নতুন দিন ধার্য করেন বিচারক।
এর আগে ৫ মার্চ মামলাটির রায়ের জন্য দিন ধার্য ছিল। তবে সেদিনও রায় প্রস্তুত না হওয়ায় ১৮ মার্চ রায়ের দিন ধার্য করা হয়েছিল। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চসহকারী জহুরুল ফয়েজ এ তথ্য জানান। মামলার অন্য আসামিরা হলেন সুরাইয়া আক্তার কেয়া (২১), ইমরানের বন্ধু রহমত উল্লাহ (৩৫), স্বপন সরকার (৩৯), দিদার পাঠান (২১), মিজান শেখ (২১), আতিক হাসান (২১) ও সারোয়ার হোসেন (২৩)। ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এ তারিখ ঠিক করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের জঙ্গল থেকে মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই বনানী থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান ২০১৯ সালের ৮ এপ্রিল আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন। ২০২১ সালের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। মামলাটিতে ৩৮ জন সাক্ষীর মধ্যে আদালতে ২৬ জন সাক্ষ্য দেন।