বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জাতীয়তাবাদ এবং জিয়াউর রহমানের রাজনীতি ধারণ করতে পারলে বাংলাদেশ রক্ষা পাবে ও দেশের স্বাধীনতা রক্ষা পাবে।
তিনি বলেন, ‘এই রাজনীতিকে ধারণ করতে হলে যারা এই রাজনীতির রূপকল্পের প্রবক্তা, তাঁদের আমাদের স্মরণ রাখতে হবে।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে মশিউর রহমান যাদু মিয়ার ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, ‘যাদু ভাইকে অবহেলা করা মানে, গণতান্ত্রিক আন্দোলনকে অবহেলা করা। গণতান্ত্রিক রাজনীতি ও স্বাধীনতাকে অবহেলা করা। কারণ তিনি আজন্ম মানুষের অধিকার নিয়ে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কাজ করেছেন।
বিএনপি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করেছেন তিনি। যাদু ভাই যখন নেতা ছিলেন, আমরা তখন ছাত্র। তাঁর মতো বক্তা শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে খুব কমই ছিল।’
সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুস সালাম, মশিউর রহমান যাদু মিয়ার মৃত্যুবার্ষিকী পালন কমিটির সভাপতি জিয়াউল হক মিনু, সাধারণ সম্পাদক ন্যান্সি রহমান প্রমুখ।