চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি মো. আলিফ মোল্লাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আলিফ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের সোনাতনী এলাকার বাসিন্দা।
চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে বহদ্দারহাট এলাকা থেকে মো. আলিফ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি ধর্ষণ মামলার আসামি। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।