নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বাংলাদেশ সম্পর্কে সারা পৃথিবীতে অনেক বদনাম। আমাদের হেয় করা হয়। বাংলাদেশে অনেক সমস্যা। বাংলাদেশ সামনে এগিয়ে যাওয়ার পথে অনেক বাধা। আমাদের চারদিক কণ্টকাকীর্ণ। গতকাল কুমিল্লার লাকসামে ড. বদিউল আলম মজুমদার কর্তৃক প্রতিষ্ঠিত গণউদ্যোগ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বিদায়ি শিক্ষক এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেও বাংলাদেশকে নিয়ে আমরা দেখছি বিরাট সম্ভাবনা; অপূর্ব, অভাবনীয় ও অকল্পনীয় সম্ভাবনা। এই সম্ভাবনা আকাশ থেকে মেওয়া ফল হিসেবে পড়বে না। আলাদিনের আশ্চার্য প্রদীপ হয়ে ধরা দেবে না। আমাদের সবার আন্তরিক প্রচেষ্টায় তা সম্ভব হবে। এর কোনো বিকল্প নেই।
গণউদ্যোগ বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত পুরস্কার বিতরণ, বিদায়ি শিক্ষক এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম।