বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ হাসিনামুক্ত হলো কিন্তু আমরা এখনো বৈষম্যমুক্ত হতে পারলাম না। শুক্রবার বিকালে নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের কুমারখালী বাজার মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসমাবেশে এ কথা বলেন তিনি।
দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেন, ৬ মাসে যত রাজনৈতিক নেতা ফাঁসির আসামিসহ বন্দি ছিলেন প্রায় সবাই মুক্তি পেয়েছেন, কিন্তু জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজাহারুল ইসলামকে এখনো কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আমাদের বিরুদ্ধে বৈষম্য-জুলুম এখনো শেষ হয়নি।
আজকের এ সমাবেশ থেকে এ টি এম আজাহারুল ইসলামের মুক্তির দাবি করছি। একই সঙ্গে জামায়েতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক দাড়িপাল্লা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। গণসমাবেশে আরও বক্তব্য দেন নাজিরপুর উপজেলা জামায়েতের আমির মাওলানা আবদুর রাজ্জাক, সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, উপজেলা সাবেক আমির অধ্যাপক মুজিবুর রহমান প্রমুখ। সমাবেশে আরো বক্তব্য দেন নাজিরপুর উপজেলা জামায়তের আমির আব্দুর রাজ্জাক, সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, পিরোজপুর সদর থানার আমির মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ।