অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আরও ৪৯২ জন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও ১ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৭৫২ জন। পাশাপাশি অস্ত্র উদ্ধারও করা হয়েছে। অভিযানে ২টি দেশি পাইপগান, ৬ রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি ও ১টি রামদা উদ্ধার করা হয়। গতকাল পুলিশ সদর দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আমাদের নাটোর প্রতিনিধি জানান, নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্টে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাঁদের গ্রেপ্তার করে গতকাল দুপুরে আদালতে পাঠানো হয়। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য, চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা এবং পৌর আওয়ামী লীগের সদস্য আবদুস সালাম সরকার।