মেহেরপুরে ট্রাকের ধাক্কায় শাহিদা খাতুন (৬০) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছে। রবিবার দুপুরে দিকে সদর উপজেলার ফতেপুর-শোলমারি সড়কে তেরোঘরিয়া গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী উজলপুর গ্রামের মৃত আব্দুল গনির স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহিদা খাতুন তেরোঘোরিয়া গ্রামে একটি মরিচ ক্ষেতে কাজ করছিলেন। পানি খাওয়ার জন্য রাস্তার ওপরে টিউবওয়েলের কাছে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে স্থানীয়রা ট্রাকটি আটক করে মেহেরপুর থানা পুলিশের হেফাজতে দিয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ দাফনের উদ্দেশ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করে পারিবারিক সম্মতিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম