দুয়ারে কড়া নাড়ছে উপমহাদেশীয় টুর্নামেন্ট এশিয়া কাপ। তার আগে নেদারল্যান্ডস সিরিজে নিজেদের ঝালিয়ে নেবে বাংলাদেশ। এই দুই মিশনকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৬ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনুশীলন পর্ব সেরেছে ক্রিকেটাররা।
ডাচদের বিপক্ষে সিরিজ শুরু হবে আগামী ৩০ আগস্ট। সিরিজটি হবে সিলেটে। তাই সিরিজটি সামনে রেখে গতকাল মঙ্গলবার রাতে সিলেটে পৌঁছেছে টাইগাররা। আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের অনুশীলন, যা চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত।
জাতীয় দলের এই ক্যাম্পে থাকছেন ২১ জন ক্রিকেটার। আগামী ২৪ এবং ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাচ সিনারিও। এরপর ২৬ তারিখ দুই ভাগে ভাগ হয়ে একটি ম্যাচ অনুশীলন ম্যাচ খেলবেন ক্যাম্পের ক্রিকেটাররা। অবশ্য ক্যাম্পের বাইরে থেকেও ৬-৭ জন ক্রিকেটার থাকার কথা রয়েছে। এরপর নেদারল্যান্ডস সিরিজের দল ঘোষণা হলে সিলেট ছাড়বেন বাকি ক্রিকেটাররা।
২৪ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস দল। ৩০ আগস্ট তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচ ১ এবং ৩ সেপ্টেম্বর। ধারণা করা হচ্ছে, দুই-তিনদিনের মধ্যে দল ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/কেএ