টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। ফলে কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ে খুলে পানি ছাড়া হচ্ছে।
বিউবো সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৮টায় প্রতিটি স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খোলা হয়। এতে কর্ণফুলী নদীতে ৯ হাজার কিউসেক পানি ছেড়ে দেওয়া হচ্ছে। বর্তমানে হ্রদের পানির উচ্চতা রুলকার্ভ অনুযায়ী ১০৮.৩২০ ফুট এমএসএল।
কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা মো. মাহমুদ হাসান জানান, হ্রদের পানি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে আরও পানি ছাড়া হবে।
এদিকে কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট সচল রয়েছে। এসব ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি নিস্কাশিত হচ্ছে প্রায় ৩২ হাজার কিউসেক পানি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ